বিশ্ব মঞ্চের রেকর্ড বই ‘ব্র্যাভো ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’ নাম তুললেন ট্রাফিক কনস্টেবল অরূপ মুখোপাধ্যায়। কলকাতা পুলিশের এই কর্মচারী নিজ বেতন থেকে স্কুল তৈরি করে দিয়েছিলেন পুরুলিয়ার শবরদের গ্রামে। এছাড়াও প্রায় দশ বছর ধরে সেখানকার মানুষদের জন্য সাধ্যমতো খাবারের ব্যবস্থাও করেছেন তিনি। এই লকডাউনেও ছুটে গিয়েছেন গ্রামে। পাশে থেকেছেন মানুষের। প্রায় ৪০০ গ্রামবাসীর কাছে ‘হিরো’ কলকাতার এই পুলিশ।