পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিমুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্কের অবনতি হয়েই চলেছে। পাহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর ঘুম উড়িয়েছে পাকিস্তানের। এরপর একাধিকবার ড্রোন, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে জেট দিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে। যদিও প্রতিবারই ব্যর্থ হয়েছে তাঁরা! ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্রের জেরে সব হামলার চেষ্টা বিফলে তো গেছেই সাথে একাধিক ফাইটার জেট ধ্বংস হয়ে গিয়েছে। এমন একটা কঠিন পরিস্থিতিতে ছোট থেকে বড় সকলেই দেশের ও ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছে। কিন্তু এবার বাংলার শিয়ালদহ স্টেশনে (Sealdah Railway Station) শোনা গেল ‘পাকিস্তান জিন্দাবাদ’! যার জেরে চরম উত্তপ্ত পরিস্থিতি।
শিয়ালদহ স্টেশনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান!
সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে জানা যাচ্ছে, আজ অর্থাৎ শনিবার ১০মে শিয়ালদহ স্টেশনে দুপুর ২.৪৫ নাগাদ ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। যার কারণ এক ব্যক্তির ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। দাবি করা হয়, তার পরনের পোশাকও ছিল পাকিস্তানিদের মতই। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন স্লোগান শোনা মাত্রই আশেপাশে থাকা মানুষজন ধরে ফেলে মারধর করতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
কি ঘটেছিল?
সেই সময় উপস্থিত এক ব্যক্তির মতে, ‘ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভারতের বদনাম করতে থাকে। বলতে থাকে এটা ভারতের একটা চক্রান্ত, ভারত ইচ্ছা করেই এমনটা করছে। পাকিস্তানের কোনো হাত নেই, পাকিস্তান নিরীহ, এমনকি প্রধানমন্ত্রীর নাম গালিগালাজ পর্যন্ত করেছে। ভারতীয় সেনার বদনাম করছে ও ভারতীয় সেনা মুর্দাবাদ বলছে। প্রথমে পাগল মনে করলেও, এখন যেখানে সেনা জওয়ানরা দেশের জন্য প্রাণ হাতে নিয়ে লড়ছেন। সেখানে আমরা কিভাবে চুপ করে থাকতে পারি। তাই আমরা ভারতীয় নাগরিক হিসাবে প্রতিবাদ করেছি ও এটা বুঝিয়ে দিয়েছি যে, এটা ভারতবর্ষ এখানে থাকতে হলে ভারতের হয়েই থাকতে হবে’।
ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই রেল পুলিশ হাজির হয়। এরপর ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ধৃত ব্যক্তি এমন কিছু না বলার কথা জানান ও বলেন যে তাঁকে ফাঁসানো হচ্ছে।
আরও পড়ুনঃ অস্ত্র কেনার ক্ষেত্রে অনেক এগিয়ে ভারত, পাকিস্তান কোথায়? তালিকা দেখলে অবাক হবেন
এই ঘটনার পর কি তবে নতুন করে আতঙ্ক তৈরি হল সাধারণ মানুষের মধ্যে? প্রশ্নের জবাবে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি বলেন, আমাদের কোনো ভয় নেই আমরা ভারতীয়। তবে এই ঘটনার পর বাংলায় বহিরাগতদের অনুপ্রবেশ যে ঘটছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।