পার্থ সারথি মান্না, কলকাতাঃ গতমাসেই অক্ষয় তৃতীয়ার দিনে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ মন্দির দর্শনের জন্য দিঘা ছুটছেন। তবে জানেন কি কলকাতার বুকেই আরেক জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই মন্দিরেরও রয়েছে একাধিক বিশেষত্ব। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কলকাতার নয়া জগন্নাথ মন্দির সম্পর্কে।
কলকাতায় ৬৫ ফুট উঁচু জগন্নাথ মন্দির
হ্যাঁ একেবারে ঠিক দেখছেন, পুরী ও দিঘার পর এবার খাস কলকাতায় তৈরি হয়ে গিয়েছে সুবিশাল জগন্নাথ মন্দির। রাজস্থানের জয়সলমের থেকে স্থাপত্যবিদ, শিল্পী-মিস্ত্রি ও দক্ষ কারিগর যেন বানানো হয়েছে মন্দিরটি। পুরী থেকেই এই মন্দিরের জন্য মূর্তি আনা হয়েছে। নিমকাঠের তৈরি এই জগন্নাথ মূর্তিটি প্রায় সাড়ে চার ফুট উঁচু। তবে চমকের এখানেই শেষ নয়, পুরীর মত এই মন্দিরের নিচেও বিশাল গুপ্তকক্ষ রক্ষা হবে বলে খবর মিলেছে।
সত্যজিৎ রায়ের সিনেমার সোনার কেল্লা যে পাথরে তৈরি হয়েছিল সেই পাহাড় থেকেই পাথর কেটে আনা হয়েছে মন্দিরের জন্য। আজ থেকে প্রায় ১.৫ বছর আগে তিন লরি ভর্তি পাথর এসেছিল জয়সলমের থেকেই। তারপর ধীরে ধীরে শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই মন্দির।
কবে হবে নয়া কলকাতার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন?
দিঘার মত এই মন্দিরের পুজো থেকে শুরু করে হোম-যজ্ঞ করার জন্য পুরীর মন্দিরের দৈতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্র বা রাজেশ দৈতাপতি আসছেন। তিনিই মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা করবেন। আগামী ১২ই মে বুদ্ধ পূর্ণিমার শুভলগ্নে মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে বলে জানা যাচ্ছে। কি এবার নিশ্চই মনে প্রশ্ন জকাগচে কোথায় তৈরি হয়েছে এই মন্দির?
কিভাবে পৌঁছাবেন নয়া জগন্নাথন মন্দিরে?
কলকাতার ইএম বাইপাসের রুবি হাসপাতালের পাশের রাস্তা ধরলেই দেখা যাবে একাধি আকাশছোঁয়া টাওয়ার। সেখানের একটি অন্যতম হল আরবানা। এই আরবানার কাছেই আনন্দপুর যাওয়র রাস্তার মোড়ের কাছেই রয়েছে এই মন্দির। ইতিমধ্যেই নবনির্মিত মন্দিরের ছবি তোলার জন্য ব্যাপক ভিড় জমতে শুরু করেছে।
মন্দির প্রসঙ্গে, কলকাতার বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ জানান, কিছু বছর আগে পুরীর মন্দিরে দাঁড়িয়েই ভেবেছিলাম ওয়ার্ডে একটা মহাপ্রভুর মন্দির করব। সেই বাসনাই জগন্নাথদেব পূরণ করিয়েছেন ভক্তদের জন্যই এই দেবস্থান। তারাই এই মন্দিরের পুজো-অর্চনা করবে। প্রতিদিন নিয়ম করে দক্ষ ও অভিজ্ঞ পুরোহিত দিয়েই পুজো, দেবতার ভোগের আয়োজন করা হবে।
গুপ্ত কক্ষে থাকবে কি?
যেমনটা জানা যাচ্ছে, মন্দিরের আটটি কক্ষে বিশাল চক্রের বেদির উপর নিমকাঠের জগন্নাথ দেব বসানো হবে। তবে অনেকের মনেই প্রশ্ন বেদির নিচে গুপ্তকক্ষে কি রাখা থাকবে? এই প্রশ্নের উত্তরে কিঞ্চিৎ হেসে সুশান্তবাবু বলেন, ‘প্রভু জগন্নাথ ঠিক করবেন বেদির নিচে সিন্দুকে কি থাকবে। বাকিটা সময় বলবে’।