শিক্ষা থেকে কর্মসংস্থানে এক নম্বর হবে বাংলা, চালু হবে ১৮টি ITI, আপনার জেলায় কটি?

18 New ITI will be build in 11 States by Government of West Bengal or Industrial Training Institute

শিক্ষা থেকে কর্মসংস্থানে এক নম্বর হবে বাংলা, চালু হবে ১৮টি ITI, আপনার জেলায় কটি?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কিছুদিন হল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এরপর কেউ কলেজে ভর্তি হওয়ার জন্য তৈরি হচ্ছেন তো কেউ আবার টেকনিক্যাল লাইন বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে বলে রাখা ভালো দ্রুত কাজ পাওয়ার জন্য আইটিআই একটি দুর্দান্ত ভালো কোর্স। আর তাই ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য রাজ্যের বিগিনন জেলায় মোট ১৮টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা ITI খোলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্যে ১৮টি ITI খুলবে পশ্চিমবঙ্গ সরকার | New Industrial Training Institution in Bengal

যেমনটা জানা যাচ্ছে কোনো কোথাও কোনো জেলায় একটি তো কোনো জেলায় দুটি করে মোট ১৮টি আইটিআই কলেজ খোলা হবে। ইতিমধ্যেই এর জন্য জমি চিহ্নিতকরণের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এর মধ্যে যে সমস্ত জমি রাজ্যের কাছে রয়েছে সেগুলো কারিগরি শিক্ষা দফতরকে ট্রান্সফার করা হবে। সেই প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে।

কত খরচ হবে রাজ্যের?

গোটা রাজ্যে আইটিআই কলেজে ভরিয়ে দিতে বেশ মোটা খরচ হতে পারে রাজ্যের। যদিও এখনও সম্পূর্ণ খরচের খসড়া তৈরি করা হয়নি, তবে একটি কলেজের জন্য ২৫ কোটি টাকা লাগবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ১৮টি কলেজের জন্য মোট ৪৫০ কোটি টাকা খরচ হবে।

কোথায় কোথায় তৈরি হবে নতুন ITI?

নিশ্চই ভাবছেন রাজ্যের কোথায় কোথায় আইটিআই খোলা হবে? উত্তর হল, মালদায় মোট ৪টি আইটিআই হবে, প্রতিটি ব্লকের জন্য একটি করে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে দুটি করে ITI তৈরি হবে। এরপর উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কোচবিহার ও মালদা জেলায় একটি করে আইটিআই তৈরি হবে। বর্তমানে রাজ্যে মোট ৫০টি ITI ছিল, তবে নতুনগুলি তৈরি হয়ে যাওয়ার পর এই সংখ্যাটাই ৬৮ হয়ে যাবে।

আরও পড়ুনঃ ৩ মাসের জন্য কড়াকড়ি রেশন নিয়মে, জেলায় জেলায় খাদ্যশস্য মজুত রাখার নির্দেশ নবান্নের

কারিগরি শিক্ষা দফতরের এক আধিকারিকের মতে, ডিগ্রি কলেজে পড়ার থেকে আইটিআইতে পড়ার জন্য বেশ আগ্রহী পড়ুয়ারা। সবচেয়ে বড় কথা, অষ্টম শ্রেণী পাশ হলেও আইটিআই কোর্সে ভর্তি হওয়া যায়। আর এই কোর্স করলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেই কারণেই রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥