শ্রী ভট্টাচার্য, কলকাতা: মে মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন বেঙ্গল টপার। এমনও হয়। তলানি থেকে একেবারে স্টেপ জাম্প মেরে শীর্ষে ওঠা এতটাই সহজ! যদিও আইপিএলের কারণে, ধারাবাহিকগুলোর রেটিং বেশ কমেছে। কিন্তু নতুন সিরিয়ালের ধামাকা দেখে অবাক হবেন। একেবারে ছক্কা হাঁকিয়েছে সিরিয়ালটি। চলুন দেখে নেওয়া জাল টিআরপি তালিকা (Bengali Serial TRP)। তাহলে কে হল বাংলার সেরা সিরিয়াল? চলুন এখনই জেনে নিই।
কে হল বেঙ্গল টপার?
সদ্য টিআরপি তালিকাতে দেখা যাচ্ছে চলতি সপ্তাহেও নতুন করে সেরার সিংহাসন দখল করেছে নতুন শুরু হওয়া এক সিরিয়াল। নাম জানলে খানিক অবাক তো হবেনই। ৬.৮ পয়েন্ট সহ সবাইকে অনেকটা পিছনে ফেলে গদি দখল করে নিয়েছে এই সেরা কাহিনী। আর তার পর সেরা পাঁচেও রয়েছে এমন বেশ কিছু সেরা সিরিয়াল। চলুন দেখে নেওয়া যাক, তারা কারা।
সেরা পাঁচ ধারাবাহিকের তালিকা
- গদি দখল করে নিয়েছে পরশুরাম, পরিবার ও কর্তব্যের কাহিনী।
- পরশুরামের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী, জ্যাস ও দুর্গার কাহিনী।
- সল্ট মিস করে তৃতীয় পরিণীতা, পারুল ও রায়ানের কাহিনী। যৌথভাবে রয়েছে ফুলকিও।
- চতুর্থ স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ।
- পঞ্চম স্থানে রয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটিও।
সেরা ১০ বাংলা সিরিয়াল
নিচে সেরা দশ মেগার নাম্বার সহ তালিকা দেওয়ার রইল।
- পরশুরাম আজকের নায়ক (৬.৮)
- জগদ্ধাত্রী (৬.৫)
- ফুলকি/ পরিণীতা (৬.৩)
- রাঙামতি তীরন্দাজ (৬.২)
- গৃহপ্রবেশ (৫.৪)
- চিরদিনই তুমি যে আমার/ কথা (৫.৩)
- চিরসখা (৫.২)
- অনুরাগের ছোঁয়া + রোশনাই (১৫ মিনিট) (৪.৮)
- গীতা এলএলবি (৪.১)
- মিত্তির বাড়ি (৩.৯)
আরও পড়ুন: শুটিংয়ের ফাঁকে ১-২ ঘন্টা পড়েই দুর্দান্ত রেজাল্ট, CBSE-র দ্বাদশ শ্রেণীতে কত পেল পূবের ময়না?
রিয়ালিটি শোও সেরা পারফর্ম করেছে
সিরিয়াল ছাড়াও টিভির পর্দায় রিয়েলিটি শোও দেখেন দর্শক। এ সপ্তাহে রিয়েলিটি শোও বরাবরের মতো ভালো পারফর্ম করেছে। সেরা হয়েছে সানডে ফিকশন। ৪.৭ পয়েন্ট পেয়েছে। ডান্স বাংলা ডান্স ৪.৪ পয়েন্ট পেয়েছে।