পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজ রবিবার সপ্তাহের শেষে ছুটির দিন। অনেকেই কাজ মিটিয়ে বিকেলের দিকে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছেন। কিন্তু সেসব পন্ড করে দিতে পারে বৃষ্টি। প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া আর সাথে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কোন কোন জেলায় হবে বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক।
ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের | South Bengal Weather Update
শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী একটি ঘূর্ণিঝড় উত্তর প্রদেশ থেকে বাংলাদেশের উপর বিস্তৃত রয়েছে। যার জেরে উত্তর প্রদেশ, ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
যেমনটা জানা যাচ্ছে, কয়েক ঘন্টা পর থেকেই ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া চলতে শুরু হতে পারে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও উত্তর ২৪ পরগণা জেলায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির ও বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা গিয়েছে।
বৃষ্টির আবহ থাকলেও তাপমাত্রা খুব একটা কমছে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্রর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলবে।
আগামীকালের আবহাওয়াআগামীকাল
আগামীকাল আর্থার সোমবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে জানাচ্ছে হাওয়া অফিস। দোকখিবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইভাবে উত্তরবঙ্গেও কোচবিহার ও আলুপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।