শ্রী ভট্টাচার্য, কলকাতা: ভারতকে এক অন্য মাত্রায় নিয়ে চলল ভারতীয় রেল। একের পর এক স্টেশন উন্নত ভঙ্গিতে সংস্কার করে অবাক করল জনতাকে। এখন আবার আরও এক খবর আসছে। জানা যাচ্ছে দেশজুড়ে ১০০ স্টেশনকে অনন্য সম্মান দিতে চলেছে ভারতীয় রেলওয়ে। দেশজুড়ে এই স্টেশনের তালিকা থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গও। বাংলার ৩ স্টেশন এই তালিকায় রয়েছে। আর আগের মতো ভাঙাচোরা হাল হবে না স্টেশনের। ঝাঁ চকচকে পরিস্থিতিতে যুক্ত হবে অত্যাধুনিক সুবিধা। ব্যাপারটা কী?
দেশের এই ১০০ স্টেশনকে কী সম্মান দেওয়া হবে?
জানা গিয়েছে, দেশকে ১০০টি দুর্দান্ত স্টেশন উৎসর্গ করতে চলেছে ভারতীয় রেল। ২ বছর আগে ভারতীয় রেল অমৃত ভারত স্টেশন স্কিম নামে একটি প্রকল্প গ্রহণ করে স্থির করেছিল যে ভারতের ১ হাজার ৩০০টি স্টেশনের ভোল বদলে ফেলা হবে। প্রতিটি স্টেশনের অবস্থানের উপর ভিত্তি করে সেখানকার স্থানীয় শিল্প সংস্কৃতি, বিশ্বমানের যাত্রী সুবিধা ও স্থানীয় যাত্রী সুবিধার দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। পুরোপুরি মর্ডান ছন্দে সাজবে এই স্টেশনগুলো।
স্টেশনের থাকবে, চলমান সিঁড়ি, ফুট ওভারব্রিজ, হাইস্পিড ওয়াইফাই। একেবারে আধুনিক উজ্জ্বল আলো, যাত্রীদের বিভিন্ন তথ্য প্রদানের জন্য উন্নত ব্যবস্থা, রুফ প্লাজা, ফুড কোর্ট, কিয়স্ক, এমনকি ছোটদের খেলার জন্য জায়গাও করে দেওয়া হবে। সেই এলাকার সংস্কৃতির ছাপ স্পষ্ট থাকবে স্টেশনে। প্রতিটি স্টেশনে ঢোকা এবং বেরোনোর দরজায়ও মডেল গেটওয়ে স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারের থেকেও বড় প্রকল্প, মহিলাদের সেলাই মেশিন দিচ্ছে সরকার! কবে থেকে?
উল্লেখ্য, সবই হবে অমৃত ভারত স্টেশন স্কিমের (Amrit Bharat Station Scheme) আওতায়। সেই উদ্যোগের হাত ধরে ১০০টি স্টেশনকে দেশকে উৎসর্গ করা হবে। ইতিমধ্যেই বেশিরভাগের কাজ সম্পন্ন হয়েছে। অপেক্ষা শুধু উদ্বোধনের। আগামী ২২ মে এই উদ্বোধন করা হবে।