পার্থ সারথি মান্না, কলকাতাঃ মে মাসের শুরুতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করলেও বিগত কয়েকদিনের বদলা আবহাওয়ার জেরে উষ্ণতা বেশ কিছুটা কমেছে। তাছাড়া ঘূর্ণাবতার জেরে নিধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করছে কেরালা দিয়ে। এমনটাই জানাচ্ছে ইন্ডিয়ান মেটিওরোলোজিকাল ডিপার্টমেন্ট বা IMD। এমনকি বাংলাতেও একপ্রকার বর্ষার প্রবেশ হচ্ছে বলা যেতে পারে। তাই আগেভাগেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথায় কোথায় হবে বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক, আজকের আবহাওয়ার আপডেট (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দক্ষিণের জেলাগুলতে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ পরগণা জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা, ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৫% অবধি বাড়তে পারে ফলে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঝোড়ো হওয়ার পাশাপাশি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিংয়ে প্রায় ৫০ কিমিট পর্যন্ত বেগে হাওয়া চলতে। পারে এদিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও একই রকম আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদীয়া ও মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে দক্ষিণে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেই সাথে ঘূর্ণিঝড় শক্তির জেরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি চলবে।