বর্ধিত হারেই পেনশন মিলবে পেনশন, নির্দেশ সুপ্রিম কোর্টের, স্বস্তির নিঃশ্বাস লক্ষ লক্ষ সরকারি কর্মীদের

Central Government Employee

বর্ধিত হারেই পেনশন মিলবে পেনশন, নির্দেশ সুপ্রিম কোর্টের, স্বস্তির নিঃশ্বাস লক্ষ লক্ষ সরকারি কর্মীদের

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সুপ্রিম কোর্টের আদেশে বড়সড় স্বস্তি পেল কেন্দ্রীয় সরকারের কর্মীরা (Central Government Employees)। কারণ নিয়ম অনুযায়ী যে সমস্ত সরকারি কর্মীরা বার্ষিক বেতন বৃদ্ধির একদিন আগে অবসর নেবেন তাদের জন্য নামমাত্র ইনক্রিমেন্ট হবে বলে জন্য যাচ্ছিল। যেটা পেনশন গণনার ক্ষেত্রে প্রভাব ফেলবে। কিন্তু মাত্র এক দিনের জন্য কি এমনটা হওয়া উচিত? এই নিয়েই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

আগে অবসর নেওয়ার দিন যদি ইনক্রিমেন্টের ঠিক আগের দিন হত, তাহলে সেই বছরের বেতন বৃদ্ধি হত না। ফলে পেনশনও কমে যেত। কিন্তু এখন থেকে এই অন্যায় বন্ধ! শুধু পেনশন হিসাবের জন্য হলেও, এই ইনক্রিমেন্ট গণনা করা হবে, যা কর্মীদের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে।

কী কী সুবিধা হল?

  • যে সমস্ত কর্মীরা ৩০ জুন বা ৩১ ডিসেম্বর অবসর নিয়েছেন বা নিতে চলেছেন, এবং চাকরিতে ভাল আচরণ ও প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন, তাদের এক দিনের জন্য বেতন বৃদ্ধির উপর কোনো প্রভাব পড়বে না।
  • কর্মীরা তাদের বার্ষিক ইনক্রিমেন্টের তারিখ হিসেবে ১ জুলাই বা ১ জানুয়ারি বেছে নিতে পারবেন।
  • এই নোটানাল ইনক্রিমেন্ট শুধুমাত্র পেনশন হিসাবের জন্য প্রযোজ্য, অন্য কোনো অবসরকালীন সুবিধার জন্য নয়। ১ মে ২০২৩ বা তারপর অবসর নেওয়া কর্মীরা এই সুবিধা পাবেন।

উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মীর শেষ বেতন ছিল ৭৯,০০০ টাকা আর ইনক্রিমেন্ট পাওয়ার কথা ছিল ২,০০০ টাকা, তাহলে আপনার পেনশন এখন ৮১,০০০ টাকাই ধরে হিসাব হবে। অর্থাৎ, একদিনের জন্য বেতন বৃদ্ধির সুযোগ হারাবেন না।

আরও পড়ুনঃ ফাইন না দিয়েই দিব্যি চালাচ্ছেন গাড়ি? বাতিল হবে লাইসেন্স ও RC, জব্বর নিয়ম আনল পরিবহন দফতর

এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪৮ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা উপকৃত হবেন। সরকারি কর্মচারী সংগঠনগুলোর তরফ থেকেও এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে।

সঙ্গে থাকুন ➥