শ্রী ভট্টাচার্য, কলকাতা: নামে সে ভারতের বন্ধু। আদতে শত্রুরও বন্ধু। শত্রুর বন্ধু তো শত্রু হয়। বন্ধু হয় কি! এমনই সংশয়ে ফেলেছে নেদারল্যান্ডস। এখন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে নিজেকে বড় সমস্যায় ফেলছে দেশটি (India Pakistan Tension)। চিন এবং তুরস্কের পর, এবার এই তৃতীয় দেশও পাকিস্তানকে তার সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা বলা এই ‘ছোট’ দেশটি কীভাবে ভুলে গেল যে ভারত তাদের বড় বাণিজ্যিক অংশীদার। এভাবেও কি একটি অস্থিতিশীল দেশের জন্য নিজের পায়ে নিজেই কুড়ুল মারা যায়! অবাক হয়েছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করও।
জানা গিয়েছে, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সাম্প্রতিক ইউরোপীয় সফর এবং নেদারল্যান্ডসে তার কার্যকলাপ এই বিষয়টিকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ভারত যদিও চুপ করে বসবে না বলেই জানা যাচ্ছে। দেশটি এখন নেদারল্যান্ডসকে সতর্ক করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর মিলেছে। ভারতের আসলে স্পষ্ট বক্তব্য, হয় পাকিস্তান ছেড়ে চলে যাও, নয়তো ভারতের কঠোর অর্থনৈতিক পদক্ষেপের মুখোমুখি হতেই হবে, ভারত এখন আর কোনও কথা শুনতে চায় না। ক্রমাগত শান্তির দাবি করে আসা ভারত আজ শান্তির দাবিতে অশান্ত। অন্যের ভ্রূকুটি আর একবিন্দুও সহ্য নয়।
নেদারল্যান্ডসের আসল মুখোশ টেনে বের করল কে?
জানা যাচ্ছে, বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর ডেনমার্ক, জার্মানি এবং নেদারল্যান্ডস সফরে গিয়েছেন। সম্প্রতি, ১৯ মে নেদারল্যান্ডস থেকে এই ৬ দিনের ভ্রমণ শুরু করেন তিনি। ভারত এখন অপারেশন সিঁদুরের মতো নিরাপত্তা পদক্ষেপের পর নিজের বিদেশ নীতির অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে। এমন পরিস্তিতিতে বিদেশমন্ত্রীর বিদেশ সফর খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। তারই মাঝে জানা যাচ্ছে, চিনের পর নেদারল্যান্ডসই পাকিস্তানে অস্ত্র সরবরাহকারী দ্বিতীয় বৃহত্তম দেশ।
বন্ধুত্বের আড়ালে কি হাল!
ভারতের বিদেশমন্ত্রী নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর, ডঃ জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট লিখেছেন যে ভারত-নেদারল্যান্ডসের বাণিজ্যিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়। কিন্তু এখন বিষয় হল, একদিকে নেদারল্যান্ডস ভারতের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে চায়, অন্যদিকে তারাই আবার পাকিস্তানকে নৌ-অস্ত্র সরবরাহ করে চলেছে। এতো দুই নৌকায় পা দেওয়ার মতোই। অথচ ভারত একাই নেদারল্যান্ডসের সাথে ২২ বিলিয়ন ডলারের বাণিজ্যিক অংশীদারিত্ব ধরে রেখেছে। কিন্তু পাকিস্তান সহ সমগ্র ইউরোপের সাথে নেদারল্যান্ডসের বাণিজ্য মাত্র ১৫ বিলিয়ন ডলার মূল্যের।
আরও পড়ুন: ৮ বছর আগে মারা গিয়ে ছাড়তে পারেননি মায়া! ভুত হয়ে রেশন নিতে আসেন ব্যক্তি, PDS মেশিনও নেয় আঙুলের ছাপ
ভারতের পরিকল্পনাও প্রস্তুত
এখন ভারত চাইলে নেদারল্যান্ডসের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতেই পারে। আর পাকিস্তানে অস্ত্র সরবরাহ বন্ধ করতেই পারে। কারণ এখান জানা যাচ্ছে ভারত নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক যে হারে বাড়ছে তাতে আগামী কিছুদিনের মধ্যেই দেশের প্রতিরক্ষা বাজারে প্রবেশ করতে পারে নেদারল্যান্ডসও। ডাচ কোম্পানিগুলি ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা বাজারে প্রবেশ করতে চায়ও। ভারতও এর জন্য সুযোগ দিয়ে দেবে, না করবে না। কিন্তু মনে রাখবেন, এটি কেবল তখনই সম্ভব যখন নেদারল্যান্ডস নিজের দ্বিমুখী নীতি বন্ধ রাখবে। নাহলে হয়ত ভবিষ্যতে ভারতকে বিকল্প ভাবনা ভাবতে হতে পারে।