পার্থ সারথি মান্না, কলকাতাঃ মে মাসের শুরুতে তীব্র গরম পড়লেও শেষ বেলায় রোজই ঝড়বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। বিগত কিছুদিন ঘরেই কালবৈশাখীর জেরে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বাংলার একাধিক জেলায়। তা আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Today)? চলুন দেখে নেওয়া যাক ওয়েদার আপডেট।
বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ
এদিন হওয়া অফিসের তরফ থেকে আরও একটি সতর্কতা জারি করা হয়েছে। সেটি হল, ২৭ই মে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গপোসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যেটা শক্তিবাড়িয়ে ২৮ই মে আছড়ে পড়বে উপকূলের জেলাগুলিতে। ফলে ভারী বৃষ্টি হবে কয়েকদিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইবে, আর একইসাথে চলবে বজ্রপাত সহ বৃষ্টি। হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিকাল থেকেই বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরের জেলাগুলোতেও দুর্যোগের আবহাওয়া বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল রবিবার সপ্তাহের শেষে ছুটির দিন। তবে কাজের ছুটি থাকলেও কালবৈশাখীর ছুটি নেই! আগামীকালও ৫০ কিমি পর্যন্ত বেগে হাওয়া চলবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাটগ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং সহ একাধিক জেলায় ৪০ কিমি পর্যন্ত বেগে হাওয়া ও সাথে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।