স্টেশনে বসেই করান মাসাজ, থাকছে ডিজিটাল লকারও! বিরাট উদ্যোগ কলকাতা মেট্রোর

Kolkata Metro

স্টেশনে বসেই করান মাসাজ, থাকছে ডিজিটাল লকারও! বিরাট উদ্যোগ কলকাতা মেট্রোর

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: কলকাতা মেট্রো (Kolkata Metro) নিয়ে সুখবর। যাত্রীদের জন্য বিশেষ ভাবনা ভাবল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ব্লু এবং গ্রিন লাইন করিডোর বরাবর এসপ্ল্যানেড স্টেশন এবং হাওড়া স্টেশনে বেশ কিছু যাত্রী বান্ধব সুবিধা চালু করা হয়েছে। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি. উদয় কুমার রেড্ডি গ্রিন লাইনের হাওড়া স্টেশন বিল্ডিং কমপ্লেক্সে (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড করিডোর) এবং ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশনে (দক্ষিণেশ্বর থেকে নতুন গড়িয়া করিডোর) সবকিছুর উদ্বোধন করেন।

(Kolkata Metro) কী কী যাত্রী সুবিধা দেওয়া হবে?

সারাদিনের ক্লান্তির পর হেলান দিয়ে চেয়ারে বসে আরাম করতে পারবেন যাত্রীরা। দেওয়া হবে বডি ম্যাসাজ। থাকবে রিক্লাইনিং চেয়ার এবং ডিজিটাল লকারও। যাতে দূরে কোথাও যাওয়ার আগে নিজের গুরুত্বপূর্ণ জিনিস আপনি লকারে রেখেই যেতে পারবেন। খরচ হবে নিতান্তই কম। কলকাতা মেট্রো রেলওয়ে শুক্রবার এমনই বেশ কয়েকটি যাত্রী-বান্ধব সুযোগ-সুবিধা চালু করেছে। এদিন, উদ্বোধনে, সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়ে বলতে গিয়ে, কলকাতা মেট্রো রেলওয়ের মুখপাত্র বলেন, ব্লু লাইন এবং গ্রিন লাইন করিডোরের পাশাপাশি আরও কিছু স্টেশনেও এই ধরনের সুবিধা চালু করা হবে।

আরও পড়ুন: শিয়ালদা স্টেশনে নয়া নিয়ম! এবার থেকে এই ভুল করলেই শ্রীঘর নিশ্চিত

UPSC পরীক্ষার জন্য ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা

রবিবার, মেট্রো রেলওয়ে কলকাতা ইউপিএসসি সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা, ২০২৫-এর জন্য কলকাতা মেট্রো ব্লু লাইনে আটটি অতিরিক্ত মেট্রো চালাবে। এই রুটে এদিন মোট ১৩৮ মেট্রো চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া থেকে কবি সুভাষের প্রথম পরিষেবা সকাল ৭:০০ টায় শুরু হবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে, প্রথম পরিষেবা সকাল ৭:২০ টায় শুরু হবে। সকাল ৯:০০ টার পর, ট্রেনগুলি রবিবারের স্বাভাবিক রুটিন অনুসারে চলবে। সকাল ৭:০০ টা থেকে সকাল ৯:০০ টার মধ্যে, ৩০ মিনিটের ব্যবধানে আপ এবং ডাউন পরিষেবাগুলি উপলব্ধ থাকবে। শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।

সঙ্গে থাকুন ➥