‘দাদাগিরি’ শেষ সৌরভের! কে হবেন নয়া সঞ্চালক? উঠে এল এই নামগুলি …

Sourav Ganguly might quit Dadagiri

‘দাদাগিরি’ শেষ সৌরভের! কে হবেন নয়া সঞ্চালক? উঠে এল এই নামগুলি …

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালি দর্শকদের সান্ধ্য বিনোদন মানেই যে শুধু সিরিয়াল তা কিন্তু একেবারেই নয়। ধারাবাহিকের পাশাপাশি রিয়েলিটি শো দেখতেও বেশ ভালোবাসেন সকলে। এমনই একটি জনপ্রিয় শো হল জি বাংলার দাদাগিরি। যেখানে সৌরভ গাঙ্গুলিকে দেখা যায় সঞ্চালক হিসাবে। সেই ২০০৯ সাল থেকে চলছে শোটি তবে আজও জনপ্রিয়তা একই রয়ে গিয়েছে। কিন্তু এবার জানা যাচ্ছে নতুন সিজেন এলেও তাতে থাকবেন না দাদা সৌরভ।

‘দাদাগিরি’ ছাড়ছেন সৌরভ গাঙ্গুলি?

একসময় ক্রিকেটের মাঠে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দাদা। এরপর টেলিভিশনের পর্দাতেও সমান দক্ষতায় সঞ্চালনা করেছেন দাদাগিরি। মাঝে অবশ্য একবার তাঁর বদলে মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল সঞ্চালনার দায়িত্বে। কিন্তু শোয়ের টিআরপি ফিরেছিল সৌরভের হাত ধরেই। তবে এবার নতুন দাদাগিরি সিজেন শুরু হলে তাতে কি দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে? এই নিয়েই শুরু হয়েছে।

দাদার নতুন রিয়েলিটি শো নিয়ে শুরু জল্পনা

সম্প্রতি জানা গিয়েছে, জি ব্যাতিত অন্য একটি চ্যানেলে নতুন কোনো নন ফিকশন শোয়ের সঞ্চালনা করবেন তিনি। সেখানে প্রতি পর্বের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও মিলবে। সেই কারণেই হয়তো দাদাগিরিতে দেখা যাবে না তাকে! তাহলে কে হবে  ‘দাদাগিরি’র নতুন সঞ্চালক? এই প্রশ্ন উঠছে দর্শক মনেও।

কে হবে ‘দাদাগিরি’র নতুন সঞ্চালক?

সৌরভ গাঙ্গুলি যদি অন্য চ্যানেলে শোয়ে ব্যস্ত হয়ে পড়েন তাহলে স্বাভাবিকভাবেই অন্য কাউকে দেখা যাবে সঞ্চালনায়। কিন্তু কাকে? এর সঠিক উত্তর পাওয়া না গেলেও বেশ কিছু নাম সামনে উঠে আসছে। মিঠুন চক্রবর্তীর নাম যেমন শোনা যাচ্ছে, তেমনি উঠছে, প্রসেনজিৎ, জিৎ থেকে দেব ও যীশু সেনগুপ্তের।

আরও পড়ুনঃ চলতি মাসেই নিয়োগ! এসএসসির নিয়মে বড় বদল!

এই প্রশ্নের উত্তর পেতে হলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। নতুন সিজেনের ঘোষণা এলেই কে হবেন নতুন সঞ্চালক সেটা জানা যাবে। তবে এটা জানার জন্য যে অনেকেই উৎসুক সেটা আর বলার অপেক্ষার রাখে না।

সঙ্গে থাকুন ➥