শ্রী ভট্টাচার্য, কলকাতা: আর কিছু দিনের অপেক্ষা। সহজেই দিঘার জগন্নাথধাম পরিদর্শন করতে আসতে পারবেন উত্তরবঙ্গের মানুষ। বাস পরিষেবা চালু করতে চলেছে ভলভো। এমনই সুখবরের মধ্যে আরও এক বড়সড় ঘোষণা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের আরও চারটি নতুন রুটে এসি বাস পরিষেবা (NBSTC AC Bus) চালু করার কথা ঘোষণা করা হয়েছে। কাঠফাটা গরমেও সাধারণ মানুষের ভ্রমণের সুবিধার্থে আগামী ১৫ জুন থেকেই এসি বাস পরিষেবার সুবিধা দেবে বাস কর্তৃপক্ষ।
কোন কোন রুটে চালু হবে এই এসি বাস পরিষেবা (NBSTC AC Bus)?
আগে কোচবিহার-শিলিগুড়ি রুটে এসি বাস চললেও রক্ষণাবেক্ষণের অভাব ছিল। ফলে পরিষেবা বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দীর্ঘ দিন এই পরিষেবা বন্ধ রাখার পর, এখন সাধারণ মানুষের জন্য সেই পুরনো বাসগুলোই সারাই করা হল। তারই সঙ্গে আরও একটি নতুন বাস নিয়ে মোট চারটি চলবে চার রুটে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম জানিয়েছে, আগামী ১৫ জুন থেকে কোচবিহার-শিলিগুড়ি, শিলিগুড়ি-কোচবিহার, আলিপুরদুয়ার-শিলিগুড়ি এবং রায়গঞ্জ-শিলিগুড়ি, এই ৪ রুটে এসি বাস পরিষেবা চালু হতে চলেছে।
এখানেই শেষ নয়, আগামী দিনে আরও কিছু রুটে এসি বাস পরিষেবা চালু হবে বলে আশ্বাস দিয়েছেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানিয়েছেন, ‘দীর্ঘ দিন ধরেই এটি সাধারণ মানুষের দাবি ছিল, এ বার সেই দাবি পূরণ হতে চলেছে। এর আগেও কোচবিহার-শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা চালু ছিল। কিন্তু বাস খারাপ হয়ে যাওয়ায় মাঝে কয়েক বছর পরিষেবা বন্ধ রাখা হয়। তীব্র গরমে দূরপাল্লার যাত্রীদের কথা মাথায় রেখেই আমাদের এই পদক্ষেপ।’
আরও পড়ুন: প্রথমে টিকিটে ছাড়, উত্তরবঙ্গের ৬ জায়গা থেকে কখন ছাড়বে দিঘার বাস? জানুন ভাড়া
প্রসঙ্গত, উত্তরবঙ্গ রাজ্য পরিবহন কর্পোরেশন দিঘার জগন্নাথ ধামের সাথে সংযুক্ত করে একটি নতুন ভলভো বাস পরিষেবা চালু করতে চলেছে। আগামী ২৮ মে জলপাইগুড়ি থেকে শুরু হবে এই পরিষেবা। ১৫ জুন পর্যন্ত ভাড়ায় ২৫ শতাংশ বিশেষ ছাড় পাওয়া যাবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এই ঘোষণা করেছেন। জানা গিয়েছে, উত্তরবঙ্গের ছয়টি প্রধান শহর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা – থেকে সপ্তাহে দুবার বাসগুলি কলকাতা হয়ে দিঘায় চলাচল করবে।