সপ্তাহজুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, বজ্রবিপাকে দক্ষিণের কোন জেলাগুলো? আজকের আবহাওয়া

Weather Today

সপ্তাহজুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, বজ্রবিপাকে দক্ষিণের কোন জেলাগুলো? আজকের আবহাওয়া

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে অভিমুখী বাতাস ধেয়ে আসছে (Weather Today)। আর্দ্রতা বৃদ্ধির ইঙ্গিত সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। বর্ষার আগমন দোরগোড়ায়। তারই প্রস্তুতি এটি। হাওয়া অফিস বলছে, ১৩ জুন থেকে ১৫ জুনের মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু দক্ষিণে এই তুমুল ঝড়-বৃষ্টি চলবে পুরো ১৭ জুন পর্যন্ত, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আজকের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে ধরা দেবে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার এক বা দু’ টি স্থানে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারই সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাপমাত্রা কিছুটা হলেও নামবে।

কলকাতার আবহাওয়া

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। বেড়া গড়ালেই নামতে পারে বৃষ্টি। সন্ধ্যার বুকে শনশন করে হাওয়া বয়ে যাওয়ারও পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ তীব্র গরম অনুভূত হবে না

আরও পড়ুন: সবাই চাইলেই কাটতে পারবেন না তৎকাল টিকিট! ১ জুলাই থেকে নয়া নিয়ম রেলের

উত্তরবঙ্গের আবহাওয়া

বর্ষা প্রবেশ করে সুখে রাখছে উত্তরবঙ্গকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দু’ টি স্থানে ৪০-৫০ কিমি/ঘণ্টা গতিবেগে আবারও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলোতে।

সঙ্গে থাকুন ➥