মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে ২০,০০০ টাকা! পশ্চিমবঙ্গ সরকারের এই স্কলারশিপে আবেদন শুরু

Oasis Scholarship 2025-26

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে ২০,০০০ টাকা! পশ্চিমবঙ্গ সরকারের এই স্কলারশিপে আবেদন শুরু

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ OBC সার্টিফিকেট সম্পর্কিত বিভিন্ন আইনি জটিলতার মধ্যেই রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য খুশির খবর শোনাল Oasis (Oasis Scholarship 2025-26)। পশ্চিমবঙ্গের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্র-ছাত্রীদের স্কলারশিপে আবেদন করার আগ্রহে ইতি টেনে অবশেষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু করল Oasis।

যারা জানেন না, তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই – পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ হল Oasis স্কলারশিপ। চলুন এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পাশাপাশি, কীভাবে এই স্কলারশিপে আবেদন করবেন, যোগ্য আবেদনকারীরা কত টাকা করে পাবেন, সেই সমস্ত কিছু সম্পর্কে জেনে নেওয়া যাক।

Oasis ওয়েসিস স্কলারশিপ ২০২৫-২৬

যেমনটা আমরা আগেই জানিয়েছি, পশ্চিমবঙ্গ সরকারের শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তরের অধীনে ছাত্রছাত্রীদের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ হল Oasis স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনকারী যোগ্য ছাত্র ছাত্রীদের বছরে ৫০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। চলুন জেনে নেওয়া যাক অন্যান্য বিষয়গুলি সম্পর্কে।

কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন?

Oasis স্কলারশিপে আবেদন করার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই SC, ST, OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। এর পাশাপাশি এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট কোন নম্বর পাওয়ার প্রয়োজন নেই, ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র পাস নম্বর পেলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের অবশ্যই পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।

অর্থাৎ, দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অবশ্যই একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে। এবং দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্নাতক স্তরে। এছাড়াও, আবেদন করার জন্য পড়ুয়াদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়াও, একটি বিশেষ বিষয় সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাথায় রাখতে হবে, যেন প্রত্যেকের আধার কার্ডের নাম এবং কাস্ট সার্টিফিকেটের নাম এক হয়।

যে বিষয়গুলি পড়ুয়াদের মাথায় রাখতে হবে

আবেদন করার সময় প্রত্যেক পড়ুয়াকে যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে, সেগুলি নীচে দেখুন –

  • প্রথমত প্রত্যেককে আবেদনপত্রের নির্ধারিত স্থানে নিজের জাতি শংসাপত্র কিংবা কাস্ট সার্টিফিকেটের  নম্বর লিখতে হবে।
  • দ্বিতীয়ত, আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে নিজের সঠিক আধার নম্বর, লিঙ্গ, এবং জন্ম তারিখ লিখুন।
  • তৃতীয়ত, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন। কোনো অমিল দেখা দিলে  আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে, এবং কোনো ভুল তথ্য এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেয়ে গেলেও টাকা পুনরুদ্ধার করা হতে পারে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
  • চতুর্থ, নিজের কাছে থাকা, অথবা নিজের ব্যবহার করা সক্রিয় মোবাইল নম্বর দিয়ে আবেদন করুন। আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে মোবাইল নম্বরটিকে নিজের কাছে রাখতে হবে।
  • পঞ্চমত, একজন প্রার্থীর শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হবে, একাধিক আবেদনের ক্ষেত্রে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।
  • ষষ্ঠ যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার সিড এবং ডিবিটি অবশ্যই সক্রিয় হতে হবে।
  • সপ্তম যে বিষয়টি আবেদন করার আগে মাথায় রাখবেন সেটি হল, স্কলারশিপের অর্থ আপনার নিজের আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
  • অষ্টমত, বাংলার শিক্ষা পোর্টালের নামের সাথে আবেদনকারীর আধারের নাম মিলতে হবে। অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন।

প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলি আবেদন করার সময় লাগবে

প্রত্যেক আবেদনকারী পড়ুয়াকে আবেদন করার সময় যে ডকুমেন্টগুলিকে নিজের কাছে রাখতে হবে, সেগুলি হল অভিভাবকের আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, জন্ম তারিখের প্রমাণ (আধারের মাধ্যমে অনলাইন যাচাই করা হবে), জাতিগত শংসাপত্রের কপি (অস্কার পোর্টাল থেকে অনলাইনে যাচাই করা হবে), শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিটের কপি।

এই ডকুমেন্টগুলি যাচাই করার জন্য আবেদনের হার্ড কপি সহ ব্লক অফিস/সাব-ডিভিশন অফিস/ডিডব্লিউও কলকাতার অফিসে জমা দিতে হবে।

সঙ্গে থাকুন ➥