কৃশানু ঘোষ, কলকাতাঃ যাত্রীদের শুধুমাত্র নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই নয়, তাদের স্বস্তিকর যাত্রা প্রদান করাও ভারতীয় রেলের অন্যতম দায়িত্ব। এমনটাই আভাস পাওয়া গেল, রেলের তরফ থেকে নেওয়া নয়া পদক্ষেপে, কারণ এবার শহর তথা দেশের ব্যস্ততম রেল লাইনে এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। চলুন জেনে নেওয়া যাক, কোন লাইনে, কতদূর পর্যন্ত, কবে থেকে চালু করা হবে এসি লোকাল ট্রেনের পরিষেবা। এর পাশাপাশি জেনে নিন এই ট্রেনের জন্য কত টাকা ভাড়া ধার্য করেছে রেল কর্তৃপক্ষ।
এই সপ্তাহে রাজ্যে বর্ষা ঢুকলেও, বাতাসে আর্দ্রতা ও জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর পরিবেশ সাড়া রাজ্য জুড়ে। এর মধ্যে কলকাতার বিভিন্ন রেল এবং মেট্রো লাইনে ব্যস্ত সময়ের ভিড় সম্পর্কে সকলেই অবগত। মেট্রোর বেশিরভাগ রেক এসি হওয়ায়, ভিড় ঠাসা মেট্রোতেও অতটা অভিযোগ থাকে না যাত্রীদের। তবে, লোকাল ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা না থাকায়, নিত্য গলদঘর্ম হয়ে গন্তব্যে যাওয়াই এখন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। তবে এবার যাত্রীরা যাতে ভিড় ট্রেনেও স্বস্তিতে গন্তব্যে যেতে পারে, সেই জন্য এসি লোকাল ট্রেন (AC Local Train) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
কোন লাইনে শুরু হচ্ছে এই পরিষেবা?
নয়া এসি লোকাল ট্রেনের ঘোষণা করে রেলের শিয়ালদহ বিভাগ সূত্রে জানা গিয়েছে যে, আপাতত শিয়ালদহ বিভাগের শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখায় এই এসি লোকাল ট্রেন কিংবা বাতানুকূল লোকাল ট্রেন চালানো হবে। এই ট্রেনে, এসি মেট্রোর মতো মিলবে একাধিক সুবিধা। নিরাপত্তার জন্য থাকবে ক্যামেরা, থাকছে GPS বেসড অ্যানাউন্সমেন্ট সিস্টেম, টক ব্যাকের ব্যবস্থাও। যাত্রীরা যাতে আরাম করে নিজেদের গন্তব্যে যেতে পারে সে জন্য ট্রেনে দেওয়া হবে বসার এবং দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা। মালপত্র বহনের জন্য দেওয়া হবে অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক।
কত টাকা ভাড়া ধার্য করা হয়েছে যাত্রীদের?
এই নতুন এসি লোকাল ট্রেনের জন্য কত টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের, সেই বিষয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, –
১। শিয়ালদহ থেকে দমদম যাতায়াত করার জন্য যাত্রীদের ২৯ টাকা করে ভাড়া দিতে হবে। মাসিক কাটলে পড়বে ৫৯০ টাকা।
২। শিয়ালদহ থেকে ব্যারাকপুরের রুটের জন্য ভাড়া ধার্য করা হয়েছে ৫৬ টাকা, যা মাসিক হিসাবে কাটলে পড়বে ১২১০ টাকা।
৩। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যেতে এসি ট্রেনের ভাড়া ধার্য করা হয়েছে ১৩২ টাকা। মাসিক হিসাবে কাটলে পড়বে ২৬৮০ টাকা।
৪। শিয়ালদহ থেকে নৈহাটি যেতে যাত্রীদের দিতে হবে ৮৫ টাকা। মাসিক কাটলে এই ভাড়া পড়বে ১৭২০ টাকা।
৫। শিয়ালদহ থেকে রানাঘাট যাওয়ার জন্য ভাড়া পড়বে ১১৩ টাকা। তবে, মাসিক ভাড়া পড়বে ২৩১০ টাকা।
৬। বনগাঁ থেকে দমদম যাওয়ার জন্য ভাড়া পড়বে ২৯ টাকা। সেক্ষেত্রে মাসিক খরচ শিয়ালদহ থেকে দমদমের মতো ৫৯০ টাকা।
৭। বারাসাতে জন্য যাত্রীকে দৈনিক ৫৬ টাকা ভাড়া দিতে হবে। সেক্ষেত্রে শিয়ালদহ থেকে ব্যারাকপুরের রুটের মাসিক ভাড়া ১২১০ টাকা।
৮। হাবড়া যেতে গেলে দৈনিক যাত্রীকে ৮৫ টাকা ভাড়া পড়বে। মাসিক কাটলে সেই ভাড়া পড়বে ১৭২০ টাকা।
৯। গোবরডাঙা যাওয়ার জন্য দনিক ভাড়া হবে ৯৯ টাকা। এই রুটের মাসিক ভাড়া ২০১০ টাকা।
১০। বনগাঁ যাওয়ার জন্য একজন যাত্রীকে দৈনিক ১১৩ টাকা ভাড়া দিতে হবে। মাসিক কাটলে এই ভাড়া পড়বে ২৩২০ টাকা।
রেল কর্তৃপক্ষের তরফ থেকে আরও জানানো হয়েছে, এই এসি লোকাল ট্রেনে যাত্রা করার জন্য যাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী, দৈনিক টিকিট, সাপ্তাহিক টিকিট, ১৫ দিনের টিকিট, এমনকি মাসিক টিকিটও কাটতে পারবেন। তবে, প্রতিটি টিকিটের ক্ষেত্রেই ভাড়ার সঙ্গে ৫ শতাংশ GST যুক্ত হবে। পুজোর আগেই এই ঘোষণা প্রসঙ্গে শিয়ালদহের একজন ঊর্ধ্বতন জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘‘২০২৫ সালে শিয়ালদহ ডিভিশনের পক্ষে থেকে এটা ‘সিটি অফ জয়’-এর সেরা উপহার।’’