এবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীত বদলের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন বিজেপি বর্ষীয়ান সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি মনে করছে জাতীয় সংগীতে ‘সিন্ধু’ শব্দটি বর্তমান সময়ের নিরিখে বিভ্রান্তিকর। তার থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ‘কাওয়ামি তারানা’র প্রথম পংক্তি ‘শুভ সুখ চ্যান’ সাংসদের বেশি পছন্দ।