সমুদ্রের তলা দিয়ে যাবে  ২৩০০ কিলোমিটার লম্বা অপটিক্যাল-ফাইবার-কেবল, আন্দামানেও পাওয়া যাবে হাইস্পিড নেট

এবার আন্দামানেও পৌছে যাবে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা। এমনই প্রকল্প বাস্তবায়িত করার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাই-আন্দামান এবং পোর্টব্লেয়ার যোগাযোগ ব্যবস্থাকে মজবুত করতে কেন্দ্রের এই ব্যবস্থা। সমুদ্রের তলা দিয়ে যাওয়া এই ফাইবারের মাধ্যমে স্বরাজদ্বীপ (হ্যাভলক), ছোট আন্দামান, কার নিকোবর, কামরতা, গ্রেট নিকোবর, লং আইল্যান্ড, রনগত দ্বীপে নেট পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

Avatar

Koushik Dutta

X