লকডাউনের ফলে অনেকেই ভেঙে পড়েছিলেন আর্থিকভাবে। সেখানে হাওড়ার প্রশস্থ দুর্লভ চন্দ্র সাহা বিদ্যাপিঠের শিক্ষকরা ঠিক করেছেন তাদের পড়ুয়াদের কাছ থেকে একটা টাকাও নেওয়া হবে না। উল্টে পড়াশোনার খরচ বহন করবে স্কুল৷ এমনকি ভর্তির টাকাও দিতে হবে না।
লকডাউনের ফলে অনেকেই ভেঙে পড়েছিলেন আর্থিকভাবে। সেখানে হাওড়ার প্রশস্থ দুর্লভ চন্দ্র সাহা বিদ্যাপিঠের শিক্ষকরা ঠিক করেছেন তাদের পড়ুয়াদের কাছ থেকে একটা টাকাও নেওয়া হবে না। উল্টে পড়াশোনার খরচ বহন করবে স্কুল৷ এমনকি ভর্তির টাকাও দিতে হবে না।