ভারতে 3 জনকে দেওয়া হলো করোনার ভ্যাকসিন, সফল নাকি অসফল জেনে নিন!

 

করোনা সংক্রমণ দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে। এমন অবস্থায় করোনার ভ্যাকসিন তৈরি করার জন্য উদগ্রীব প্রত্যেকটি দেশ। ভারতে তৈরি করোনার প্রতিষেধকের ট্রায়াল পুরোদমে চলছে। হায়দ্রাবাদের এক সংস্থা ভারত বায়োটেকের তৈরি প্রতিষেধক আজ 3 জনের শরীরে দেওয়া হয়েছে। সেখানকার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, যাদের প্রতিষেধক দেওয়া হয়েছে তারা এখন সুস্থ আছেন। তাদের শরীরে কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’ যদি এই প্রতিষেধক কাজ করে যায় তাহলে সুখবর আসতে চলেছে খুব শিগ্রহী

Papiya Paul

X