১৬ আগস্ট থেকে জম্মু-কাশ্মীরে খুলতে চলেছে তীর্থ স্থল। উপত্যকায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এখানকার বিভিন্ন তীর্থ স্থান এবং উপাসনালয় খোলা হবে ১৬ আগস্ট থেকে। তবে বিগ্রহ বা মূর্তি ছোয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তীর্থগামীদের। এছাড়াও উপাসনালয়ে থাকা কোনও কিছুই যাতে স্পর্শ না করা হয় সে ব্যপারে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে সকলের ফোনে যাতে আরোগ্য সেতু অ্যাপ থাকে সেটাও মনে করিয়ে দিয়েছে সরকার।