আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গপসাগরের ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের বুকে। যশের জেরে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মানুষকে। আর সেই কারণেই কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে। যশ মোকাবিলা করার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশেষ বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকলেও থাকবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে পূর্বনির্ধারিত কিছু কর্মসূচির জন্য তিনি অন্য কাজে ব্যস্ত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।