করোনার প্রথম ঢেউ সামলে নিলেও আরও অনেক বেশি শক্তিশালী হয়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতবর্ষ। ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রায় তিন লাখের বেশি মানুষ মারা গিয়েছে। তবে এই করোনা সবথেকে বেশি প্রভাব ফেলেছে শিশুদের ওপর। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই 577 জন শিশু অভিভাবকহীন হয়ে গিয়েছে। করোনা কেড়ে নিয়েছে কারুর মা তো কারুর বাবাকে। অনেক ক্ষেত্রে মা-বাবা দু’জনকেই হারিয়েছে শিশুরা।