শনিবার ইয়াসের ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই বৈঠক শুরু হওয়ার 30 মিনিট পরে বৈঠকে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীকে এইভাবে অপেক্ষা করানো মোটেও ভালো ভাবে মেনে নেয়নি বিজেপি শিবির। বিজেপি সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই মমতার সমালোচনা করেছেন। তার জবাবে টুইট করে তৃণমূল সাংসদ মহুয়া মিত্র বলেন, “15 লাখ টাকার জন্য সাত বছর অপেক্ষা করছি, আপনারাও একটু অপেক্ষা করুন।”