মালদার মানিকচকের বাজারপাড়া গ্রামে মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্পের আওতায় সাড়ে তিন কোটি টাকা খরচা করে একটি রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু রাস্তা তৈরি করার 7 দিনের মধ্যে সেই রাস্তা ভেঙেচুরে যায়। তারপর থেকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, শুধুমাত্র নেতারা নিজেদের পকেট ভরানোর জন্য নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করেছে, যার জন্য 7 দিনের মধ্যে রাস্তা ভেঙ্গে গিয়েছে। ক্ষোভে তারা রাস্তার বাকি কাজ বন্ধ করে দিয়েছে।