জলের তলায় অসমের প্রায় ৩ হাজার গ্রাম, ক্ষতিগ্রস্ত প্রায় ২৯,০০০ মানুষ, মৃত্যু ছাড়িয়েছে ১০০

ক্রমেই অবনত হচ্ছে অসমের বন্যা পরিস্থিতির। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত বন্যায় এখানে মৃত্যু হয়েছে ১১২ জনের। জলের তলায় প্রায় ৩ হাজার গ্রাম। সর্বাধিক ক্ষতিগ্রস্ত সিনগোরি, রঙ্গানাদীর জলে ডুবে গিয়েছে দুই জেলার অন্তত ৫৪টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০০ হেক্টরের বেশি চাষ জমির। বন্যায় প্রভাবিত প্রায় ২৯,০০০ জন। ঘরছাড়া বহু। সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে করোনা পরিস্থিতি।

Avatar

Koushik Dutta

X