বড় বড় সংস্থা এখন বেশি করে ইলেক্ট্রিক জিনিস তৈরি করার ওপরে জোর দিচ্ছে। ফলে এবার সস্তা ফোন এবং সস্তা এলইডির পর এবার ডিটেল কোম্পানি ইলেক্ট্রিক টু-উইলার ভারতে লঞ্চ করল। এই বাইকটি ভীষণ আকর্ষনীয়। একবার চার্জ দিলে চলবে ৬০ কিলোমিটার। ভারতের বাজারে এর দাম ১৯,৯৯৯ টাকা। সংস্থার দাবি, এই বাইকটির জন্য প্রতি কিলোমিটারে ২০ পয়সা খরচ হবে।