সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা, শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে Internet Explore-এর একটি ভার্সন

বিখ্যাত টেকনোলজি কোম্পানি মাইক্রোসফট এবার ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এবং এজ (Edge) ব্রাউজার বন্ধ করতে চলেছে। অর্থাৎ ব্যবহারকারীরা এবার থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ১১-এ ৩৬৫ অ্যাপ ও সার্ভিসেস কানেক্ট করতে পারবে না। মাইক্রোসফট কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, ২০২১ সালের ১৭ আগস্ট থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ আর সাপোর্ট করবে না।

Avatar

Koushik Dutta

X