আইপিএল শেষ হলেই সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। গতকালই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে নির্বাচকরা। এবারের দলে একাধিক চমক রেখেছে ভারতীয় নির্বাচকরা। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় দলে। সেইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে নাম যুক্ত হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির।
ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেয়েছিল মহেন্দ্র সিং ধোনি। ফের একবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সাজঘরে দেখা যেতে চলেছে ধোনিকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসেবে ভারতীয় দলের সঙ্গে রাখা হল ধোনিকে। বোর্ড সচিব জয় শাহ একটি ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন।
ধোনিকে ভারতীয় দলের মেন্টর হিসেবে বিশ্বকাপে পাঠানোয় ইতিমধ্যেই খুশি হয়েছেন ভারতীয় সর্মথকরা। সেই সঙ্গে সাফল্যের গন্ধ পেতেও শুরু করেছেন তারা। কারণ অধিনায়ক হিসেবে ধোনি যে কতটা সফল সেটা আমাদের কারুরই জানতে বাকি নেই। তবে শুধু কি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই নাকি আগামী দিনেও ধোনিকে এই ভূমিকায় দেখা যাবে ভারতীয় দলের সঙ্গে সেই ব্যাপারে কোনো স্পষ্ট বার্তা দেননি ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তারা।