আগামী দিনে আরও খারাপ সময় অপেক্ষা করে রয়েছে পৃথিবীর জন্য? বিজ্ঞানীদের আশংকায় তেমনই মনে হয়। কারণ, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ভেঙে দুই টুকরো ভেঙে গিয়েছে বলে খবর। এর ফলে আগামী দিনে টেলি যোগাযোগ, বিদ্যুৎ সংযোগের মতো পরিষেবা ব্যহত হতে পারে বলে অনুমান করা হয়েছে। ক্ষতির মুখে পড়তে পারে মহাকাশের বিভিন্ন যানও। নাসা তাদের সাম্প্রতিকতম রিপোর্টে বলেছে, গত ৫০ বছর ধরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।