বাদাম, আখরোট দিয়ে গণেশ ঠাকুরের মূর্তি গড়লেন চিকিৎসক, হবে না বিসর্জন, থাকবে হাসপাতালেই

অতিমারির মধ্যেও উদয় হচ্ছে আশার আলো। ধুমধাম করে এবার গণেশ পুজো না হলেও, বাদাম-আখরোট ইত্যাদি শুকনো ফল দিয়ে দেবতার মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক চিকিৎসক। সুরাটের চিকিৎসক অদিতি মিত্তাল গড়েছেন এই বিশেষ মূর্তিটি। ২০ ইঞ্চি লম্বা এই মূর্তিটি তৈরি হয়েছে আখরোট, কাজু–সহ একাধিক শুকনো ফল দিয়ে। কাজুবাদাম দিয়ে তৈরি হয়েছে গণেশের চোখ, শুঁড় তৈরি করা হয়েছে আখরোট দিয়ে। বিসর্জন তিথির পর এই ফল ভাগ করে দেওয়া হবে রুগীদের মধ্যে।

Avatar

Koushik Dutta

X