স্কুল করবেন বলে রাজ্য সরকারের কাছ থেকে জমি নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই জমিই মুখ্যমন্ত্রীর হাতে চিঠি দিয়ে ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন বলে জানা যাচ্ছেন সংবাদমাধ্যমের পক্ষ থেকে। এর থেকেই বেড়েছে সৌরভের আগামী দিনের রাজনৈতিক সফর নিয়ে। এরই মাঝে বিজেপির এক শীর্ষ নেতা জানাচ্ছেন, ‘পশ্চিমবঙ্গে দলের মুখ বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সৌরভের নাম কেন্দ্রীয় নেতৃত্বের মাথায় নেই ভাবলে ভুল করা হবে।’ অর্থাৎ সৌরভ আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী হবেন না, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।