জমি কেনার জন্য বিশেষ স্কিম নিয়ে এল SBI, মোট দামের ৮৫% চোকাবে ব্যাংক

দেশের চাষিদের সাহায্য করার জন্য বিশেষ স্কিম নিয়ে এল স্টেট ব্যাংক। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের যাতে জমি কিনতে সুবিধা হয় সে ব্যাপারে সহায়তা করবে এসবিআই। জানা যাচ্ছে জমির মোট দামের ৮৫ শতাংশ দেবে ব্যাংক। এই ৮৫ শতাংশের জন্য, জমির মূল্য ব্যাংক ঠিক করবে। এই স্কিমটির নাম এসবিআই ল্যান্ড পারচেস স্কিম। লোন নেওয়া কৃষক ১০ বছর সময় পাবেন তাঁর লোন শোধ করার জন্য। ৯-১০ বছর পর্যন্ত অর্ধ- বার্ষিক কিস্তিতেও দেওয়া যাবে লোন।

Avatar

Koushik Dutta

X