সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম’ এই গানটি। আর কমবেশি প্রায় অনেকেই শুনে ফেলেছেন গানটি। ইতিমধ্যেই এই গানের রিমিক্স বেরিয়ে গেছে। তৈরী হয়ে গেছে নানা রকমের ভিডিও। জনপ্রিয়তা পেয়েছেন এই গানের সুরকার ভুবন বাদ্যকর।
বীরভূমের দুবরাজপুরের ফেরিওয়ালা ভুবন বাদ্যকর কয়েকদিন আগেই বাদাম বিক্রি করতে করতে এই গান গাইতে থাকেন। আর মজাদার গানের ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তাঁর অভিনব কায়দায় বিক্রির কৌশল মন জয় করে সকলের। এবার কাঁচা বাদামের পাল্টা ভাজা বাদাম নিয়ে গান বেঁধে ভাইরাল হলেন আরেক বাদাম বিক্রেতা জলপাইগুড়ির গুরুপদ সরকার।
তিনি বলেছেন যে গত দুবছর ধরে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন তিনি। ভুবন বাবুর গানে অনুপ্রাণিত হয়েই তিনি এই ভাজা বাদাম গান গেয়েছেন। এই গান গাওয়ার সাথে সাথেই তার বাদাম বিক্রি বেশ অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন গুরুপদবাবু। ২০ টাকায় এক ঠোঙা বাদাম পাওয়া যায় তার কাছে। অনেকেই এই গান শুনছেন, হাসছেন আর বাদাম নিয়ে চলে যাচ্ছেন।