বড় সিদ্ধান্ত নিল মমতার সরকার। জানা গিয়েছে, রাজ্যে করোনার প্লাজমা সংগ্রহ করে প্লাজমা ব্যাংক তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। করোনায় আক্রান্ত হওয়ার 28 দিন পর রক্ত-দান করা যাবে। রোগের উপসর্গ ধরা পড়ার চার মাস পর্যন্ত রোগীর রক্ত দেওয়া যাবে। সেই রক্ত থেকে প্লাজমা নিষ্কাশিত হবে। রাজ্যে আরজিকর, পিজি, মানিকতলা সহ মোট 20 টি বড় সরকারি ব্লাড ব্যাংকে হবে এই প্লাজমা ব্যাংক।