তাজপুর বন্দর নিয়ে ৫ বছর আগেই শোনা গিয়েছিল। এবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানালেন, বাংলার সরকারই গড়বে এই বন্দর। অন্য কেউ যুক্ত হলে তা পরে জানানো হবে। একই সঙ্গে দিঘায় নতুন প্রোজেক্টের ব্যাপারে ছাড়পত্র পেল রিলায়েন্স জিও। এই সৈকত নগরীতে একটি কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি করবে মুকেশ আম্বানির সংস্থা।