সম্প্রতি পরীক্ষা নিয়ে শুরু হয়ে নয়া তরজা। অনেক রাজ্যই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পরীক্ষার আয়োজন করতে চাইছে না। এই ব্যাপারে শুক্রবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা ছাড়া কোনও পড়ুয়াকেই পরবর্তী পর্যায়ের জন্য উন্নিত করা যাবে না। পরীক্ষা তাকে দিতেই হবে। তবে ৩০ সেপ্টেম্বরের যে ডেডলাইন দেওয়া হয়েছে, তা পরিবর্তন করার জন্য রাজ্য আবেদন করতেই পারে। করোনা পরিস্থিতি বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।