দিল্লি রেল স্টেশনকে গড়ে তোলা হবে বিশ্বমানের পর্যায়ে। এই কাজে নতুন উদ্যোগ হিসেবে টেন্ডার জমা দিতে বলল রেল মন্ত্রক৷ প্রতিদিন এই স্টেশনের উপর থাকে প্রায় ৪০০ ট্রেনের চাপ। যাত্রী সংখ্যাও প্রায় সাড়ে ৪ লাখ। রবিবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানিয়েছেন, নয়াদিল্লি রেল স্টেশনকে কমার্শিয়াল, রিটেল ও হসপিটালিটি হাব হিসেবে গড়ে তোলা হবে। সেজন্যই টেন্ডার চেয়ে পাঠানো হয়েছে বেসরকারি সংস্থার কাছ থেকে।