সরকারি কাজে গতি এবং উদ্যোম আনতে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের। কোনও কর্মচারী কাজে ফাঁকি দিলে বা গাফিলতি করলে তাকে নিয়ে নিতে হবে অবসর। অর্থাৎ তার চাকরিটি চলে যাবে। সরকারি কর্মীদের কর্মদক্ষতা বিচার করা হবে মৌলিক বিধি ৫৬ (J)এবং ৫৬ (I), এছাড়া সেন্ট্রাল সিভিল রুল ১৯৭২ এর ৪৮ (১) ধারা অনুযায়ী। মূলত যারা ৩০ বছর হল কাজ করছেন তাদের জন্য এই নিয়ম।
Published By,