হেলথ কার্ডের জন্য দরকার নেই গোপন তথ্য, ভুয়ো খবর থেকে করা হল সাবধান

সম্প্রতি শোনা যাচ্ছিল কেন্দ্রের প্রস্তাবিত হেলথ কার্ডের জন্য বহু গোপন তথ্য চাওয়া হতে পারে নাগরিকদের কাছ থেকে। এই নিয়ে খবরও করেছিলেন কেউ কেউ। প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে জানানো হয়েছে এই খবর একেবারেই মিথ্যা। এই কার্ড তৈরির জন্য যখন নাম নথিভুক্ত হবে, তখন জন্ম তারিখ, রাজ্যের নাম ইত্যাদি জানতে চাওয়া হবে শুধু।

Avatar

Koushik Dutta

X