চাঁদে এখনও জল কিংবা অক্সিজেন থাকার অস্তিত্ব মেলেনি। তাও নাকি মরচে ধরছে পৃথিবীর উপগ্রহের পৃষ্ঠে। এই তথ্য সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে বিজ্ঞানীদের। সম্প্রতি চন্দ্রযান- ১ এর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছিলেন বিজ্ঞানীরা। তখনই এই ঘটনা সামনে এসেছে বলে জানা যাচ্ছে। চাঁদের গায়ে মরচে পড়ার ব্যাপারটি এক বিখ্যাত সায়েন্স জার্নালে প্রকাশ পেয়েছে বলেও জানা যাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান হাইড্রোজেনের উপস্থিতিতে এই বিস্ময়কর ঘটনা।