করোনা পরিবর্তি অধ্যায়ে রেলের গতি বাড়াতে চায় সরকার। সেই সঙ্গে বাড়াতে চাইছে মালগাড়ির সংখ্যা। শোনা যাচ্ছে, ১০ হাজার স্টপেজ বাতিল করে দিতে পারে রেল। যেখানে বেশি লোক ওঠা-নামা করে না বা অলাভজনক, সেই সমস্ত স্টপেজকে রেখে দেওয়া হতে পারে বাতিলের খাতায়। বাতিল করা হতে পারে একাধিক ট্রেন। মনে করা হচ্ছে ৫০০ ট্রেনকে বাতিল করে দেওয়া হতে পারে। যদিও পুরোটাই এখন আলোচনা সাপেক্ষ।