শুধু ভারত নয়, চিনকে নিয়ে বিরক্ত বিশ্বের অন্যান্য দেশও৷ তালিকায় রয়েছে জাপানের নামও। সেই জাপানের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও জাপানিজ কোম্পানি যদি চিন ছেড়ে ভারতে গিয়ে তাদের কাজ শুরু করতে চায়, তাহলে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বিশেষ আর্থিক প্যাকেজ বা সহায়তা। আসলে জাপানও আর কাচামালের জন্য চিনের ওপর নির্ভর করতে চাইছে না, তাই সেখান থেকে ইউনিট সরাতে চাইছে তারা।