বুলেট ট্রেন নিয়ে উড়েছিল স্বপ্নের ফানুস। কিন্তু সময়ের চাকা ঘুরতেই সেই দুরন্ত গতির ট্রেনের আসার সময় গেল পিছিয়ে। জানা যাচ্ছে জাপানি সংস্থাগুলি দরপত্রে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যাও নাকি গলায় কাঁটার মতো বিধে রয়েছে। সেই সঙ্গে অর্থের টান। আগে ঠিক ছিল বুলেট ট্রেনের প্রথম পর্যায়ের কাজ মিটবে ২০২৩ সালে। এখন তা পিছিয়ে ২০২৮ সালে।