সামনের বছর মিলবে অক্সফোর্ড ভ্যাকসিন, নাহলে ২০২০-র একেবারে শেষে!

করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে আসবে সে দিকে প্রায় চাতক প্রায় সাধারণ মানুষ। বিশ্বব্যাপী পরীক্ষা চলছে একাধিক প্রতিষেধক নিয়ে। রাশিয়া টোটকা আবিষ্কার করে ফেলেছে বলে দাবি। তবে অধিকাংশ তাকিয়ে রয়েছেন অক্সফোর্ডের ভ্যাকসিনের দিকে। তবে সে দেশের বিজ্ঞানী জানাচ্ছে, এ বছর ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা কম। ২০২১ -এর শুরুতে মিলবে অক্সফোর্ড ভ্যাকসিন। নাহলে ২০২০-র একেবারে শেষে। এখনও কিছু পরীক্ষা বাকি রয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানী।

Avatar

Koushik Dutta

X