বছরে ১০০ কোটি করোনা ভ্যাকসিন তৈরি হবে ভারতে, দাম রাখা হবে সাধ্যের মধ্যে

একবার প্রতিষেধক আবিষ্কার হয়ে গেলে আর চিন্তার কিছু নেই। কার্যত এমনই আশার বাণী শোনালেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও। তিনি জানিয়েছে, বছরে ১০০ কোটি করোনা প্রতিষেধক তৈরি করবে তাঁর কোম্পানি। ভারত ছাড়াও কিছু গরীব এবং মধবিত্ত দেশেই রয়েছে সেই প্রতিষেধক বিক্রি করার পরিকল্পনা। দাম রাখা হবে ১০০০ টাকার মধ্যে। মাসে ৬০-৭০ লক্ষ ডোজ তৈরি হতে পারে বলেও তিনি আশাবাদী।

Avatar

Koushik Dutta

X