Koushik Dutta

সীমান্তে উত্তাপের মধ্যে সফলভাবে উড়ল ভারতে তৈরি কপ্টার, হিমালয়ের উচ্চতাতেও সফল এই আবিষ্কার

মেড ইন ইন্ডিয়ায় আরও এক সফল আবিষ্কার। কঠিন পরিস্থিতিতেও উড়তে পারবে এমন হেলিকপ্টার তৈরি করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। ওজনেও হালকা সেনার এই কপ্টার। যুদ্ধ ক্ষেত্রের পাশাপাশি একাধিক কাজে ব্যবহার করা যাবে এই আকাশ যান। বুধবার লেহ থেকে প্রথম উড়েছিল এই হেলিকপ্টার। দৌলতা বাগে কার্যকারিতা এবং ক্ষমতা দেখানোর পর, সিয়াচেন গ্লেসিয়ারের উচ্চতাতেও সমান ক্ষমতা দেখাতে সক্ষম হয়েছে এই যন্ত্র।