হাইকোর্টে ধাক্কা খেল বাংলা সরকার। পূর্ণ সময়ের শিক্ষকদের মতোই পুরো বেতন দিতে হবে পার্ট টাইম শিক্ষকদেরও, জানিয়ে দিলেন বিচারপতি। পূর্ব বর্ধমানের খানদ্রা হাইস্কুলের পার্ট টাইম শিক্ষক অনির্বাণ ঘোষ এবং বিটরা হাইস্কুলের শিক্ষক বরুণ কুমার ঘোষ মামলা করেছিলেন হাইকোর্টে। তারা আদালতে আবেদন করেছিলেন, পার্ট টাইমার শিক্ষক হিসেবে তাদের নিয়োগ হলেও কাজ করতে হচ্ছে পূর্ণ সময়। তাহলে মূল বেতন কেন কম দেওয়া হবে?