Shahid,Meera,Aishwarya Rai,Abhishek Bachchan,Bollywood,Entertainment,Couple,Gossip,বলিউড,বিনোদন,গসিপ,ঐশ্বর্য রায়,অভিষেক বচ্চন,শাহিদ,মীরা,জুটি

বলিউডের হর-পার্বতী, এই ৫ জুটির ভালোবাসার কাছে হার মানাবে সিনেমার গল্পও

বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক জোড়ি রয়েছেন তারা যেন স্বয়ং লক্ষী-নারায়ন বা যেন হরপার্বতি। একে অপরের প্রতি নিজেদের আনুগত্য বিজয় রেখেই কাটিয়ে দিলেন জীবনের এতগুলো বছর। বলিউডের তেমনিই কিছু হিট কাপলদের নিয়ে জানাতে চলেছি আপনাদের।

শাহিদ কাপুর ও মীরা রাজপুতঃ- বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা শাহিদ কাপুর। শাহিদ এবং মীরার জোড়িকে বলিউডের অন্যতম রোম্যান্টিক জুটি হিসেবে গণ্য করা হয়। তাদের দুজনের মধ্যে অ্যারেঞ্জড ম্যারেজ হলেও শাহিদ এবং মীরা একে অপরের প্রতি খুবই কেয়ারফুল। মীরাকে বিয়ে করার পর শাহিদের আর অন্য কারো সাথে নাম জড়ায়নি।

Shahid,Meera,Aishwarya Rai,Abhishek Bachchan,Bollywood,Entertainment,Couple,Gossip,বলিউড,বিনোদন,গসিপ,ঐশ্বর্য রায়,অভিষেক বচ্চন,শাহিদ,মীরা,জুটি

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য্য রাই বচ্চনঃ- তালিকাতে দ্বিতীয় স্থানেই থাকবেন বলিউডের হার্টথ্রব ঐশ্বর্য্য এবং বিগ বির ছেলে অভিষেক। তারা বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুখী এবং গ্ল্যামারাস দম্পতি। তাদের মধ্যে ঝগড়া বা বিবাদ নিয়ে কোনোদিনই কিছু শোনা যায়নি। আজ তাদের বিয়ের ১৪ বছর হয়ে গেলেও তাদের মধ্যেকার ‘হ্যাপি কাপল’ এখনো বর্তমান।

Shahid,Meera,Aishwarya Rai,Abhishek Bachchan,Bollywood,Entertainment,Couple,Gossip,বলিউড,বিনোদন,গসিপ,ঐশ্বর্য রায়,অভিষেক বচ্চন,শাহিদ,মীরা,জুটি

রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজাঃ- কমেডির ক্ষেত্রে বলিউডে নিজের স্থান পাকা করেছেন রীতেশ দেশমুখ। তবে তার হ্যান্ডসাম লুকে অনেক রমণীই ক্রাশ খান, কিন্তু রীতেশ তার স্ত্রী এর প্রতি নিবেদিত প্রাণ। দুজনার মধ্যে ফাটল ধরিয়ে প্রবেশ করতে পারেনি কোনো তৃতীয় ব্যক্তি।

Shahid,Meera,Aishwarya Rai,Abhishek Bachchan,Bollywood,Entertainment,Couple,Gossip,বলিউড,বিনোদন,গসিপ,ঐশ্বর্য রায়,অভিষেক বচ্চন,শাহিদ,মীরা,জুটি

অজয় দেবগন এবং কাজলঃ- অজয়ের নামও রয়েছে এই তালিকায়। টাবুর সাথে তার সম্পর্ক নিয়ে যতই কাটাছেঁড়া করা হোক না কেন, তিনি যে তার স্ত্রীর প্রতি আজও অনড় এবং অবিচল সেব্যাপারে কোনো সন্দেহ রাখেননা কেউই। দুজনকে একসাথে মানায়ও দারুন। অনেকেই তাদের ইন্ডাস্ট্রির সুপারহিট কাপল বলেই ডাকতে পছন্দ করেন।

Shahid,Meera,Aishwarya Rai,Abhishek Bachchan,Bollywood,Entertainment,Couple,Gossip,বলিউড,বিনোদন,গসিপ,ঐশ্বর্য রায়,অভিষেক বচ্চন,শাহিদ,মীরা,জুটি

শাহরুখ খান এবং গৌরী খানঃ- বলিউডের রমণীমোহন শাহরুখ অনেক মেয়ের জন্য স্বপ্নের পুরুষ হলেও তাকে কাছে পাওয়ার সুযোগ পেয়েছেন একমাত্র গৌরী। শাহরুখ এবং গৌরী একে অপরের প্রতি নিবেদিত প্রাণ। আজ এই বয়সেও তাদের একে ওপরের প্রতি প্রেম দেখে ঈর্ষান্বিত হয় মানুষ। বয়স পঞ্চাশ পেরোলেও শাহরুখ এবং গৌরীর মাখমাখ সম্পর্ক এখনো পেজ থ্রীএর হেডলাইনে আসে।

 

Avatar

Moumita

X